ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাকাবের নতুন এমডি সাজেদুর রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাকাবের নতুন এমডি সাজেদুর রহমান

একেএম সাজেদুর রহমান খান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলে তিনি এ পদে যোগদান করেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি সোনালী ব্যাংকে  উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একই পদে অগ্রণী ব্যাংকে কিছুদিন কর্মরত ছিলেন।

৩৫ বছরের কর্মজীবনে একেএম সাজেদুর রহমান খান সোনালী ব্যাংক লিমিটেডের কোম্পানি সেক্রেটারি, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রিন্সিপাল অফিস প্রধান, এডি এবং করপোরেট শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এছাড়া তিনি সোনালী ব্যাংক ইউকে লি. লন্ডন শাখায় এবং বিআইবিএম’র অনুষদ সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

একেম সাজেদুর রহমান খান ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কসপে অংশ গ্রহণের উদ্দেশে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

সাজেদুর রহমান খান ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

সাজেদুর রহমান খান ঢাকা জেলার সাভারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।


রাজশাহী/তানজিমুল হক/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়