ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ধর্মঘট

নতুন সড়ক পরিবহন আইন কার্যকর ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

একই সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে সোমবার থেকে চলছে বাস ধর্মঘটও।  এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ আম্বরখানা-সালুটিকর শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমরা ৪টি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। একই সাথে বাস মিনিবাস সমিতির ধর্মঘটের সাথে একাত্মতাও পোষণ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’

দাবিগুলো হচ্ছে- সম্প্রতি জারিকৃত নতুন সড়ক পরিবহন আইন সংশোধন, অনটেস্টে থাকা গাড়িগুলোর রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান, অটোরিকশা চালকদের লাইসেন্স করতে ৮ম শ্রেণি পাস থাকা বাধ্যতামূলক এ বিষয়টি বাতিল এবং সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা।


সিলেট/নোমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়