ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুনামগঞ্জে আ.লীগের দু’গ্রুপ মুখোমুখি, ১৪৪ ধারা জারি

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জে আ.লীগের দু’গ্রুপ মুখোমুখি, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মুখোমুখি  অবস্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

ছাতক পৌর শহরে একই সময় দুই পক্ষ কর্মসূচির ডাক দেয়ায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে শনিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেছে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে পৃথকভাবে মাইকযোগে সমাবেশ ও গণমিছিলের প্রচার শুরু করেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থকরা এবং ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থকরা।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ নভেম্বর ছাতক উপজেলার জাউয়াবাজারে এক পক্ষের মিছিলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ ঘটনা থেকে ছাতকে আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতি আবার মাথা চাড়া দিয়ে ওঠে।


সুনামগঞ্জ/আল আমিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়