ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমরণ অনশনে পাটকল শ্রমিকরা

বকেয়া মজুরি পরিশোধ, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন চট্টগ্রামের পাটকল শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচির আওতায় চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন জুটমিল চত্বরে এই কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

রাষ্ট্রয়ত্ব আমিন জুট মিলের সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে শত শত শ্রমিক মিল গেটে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন।

আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন রাইজিংবিডিকে জানান, ১১ দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে।  শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিল গেটে অবস্থান নিয়েছেন।

অনশন কর্মসূচিতে চলমান সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ রাইজিংবিডিকে বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ধ্বংস করার জন্য এক মহল কাজ করছে। সরকারের আন্তরিকতা থাকলেও তারা সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করছে না। সময়মতো কাঁচা পাট না কেনায় উৎপাদিত পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। পুরনো যন্ত্রপাতিতে মিল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শ্রমিকরা ন্যূনতম বেতন ভাতা নিয়ে বেঁচে থাকার দাগিদে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়