ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদকবিরোধী অভিযানকালে পুলিশের ওপর হামলা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদকবিরোধী অভিযানকালে পুলিশের ওপর হামলা

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার টিয়াখালী গ্রামে সোমবার রাতে মাদকবিরোধী অভিযানকালে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবল। এ সময় পুলিশের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ছিনিয়ে নেয় গ্রামবাসী।

আহত উপ-পরিদর্শক আসলাম, কনস্টেবল শাওন ও করণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় কলাপাড়া থানার এসআই আসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহত এসআই আসলাম জানান, মধ্য টিয়াখালী গ্রামের একটি খালের পাড়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির বিষয়ে গোপন সংবাদ পাই। দুই কনস্টেবলসহ ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ী রাব্বি খালের পানিতে ঝাঁপ দেন। তাকে ধরতে তিনিও খালে ঝাঁপ দেন। এ সময় রাব্বির চিৎকারে তার মা, ভাই-বোনসহ স্থানীয় লোকজন এসে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ ছিনিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে আরো পুলিশ সেখানে আসে। রাব্বির বাড়ির উঠানে তার ভেজা প্যান্টের পকেট থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত আছে।


কলাপাড়া/মো.ইমরান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়