ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাঙালি সৈনিকদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাঙালি সৈনিকদের মাঝে কম্বল বিতরণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি সৈনিকদের মাঝে কম্বল বিতরণ

বৃটিশ সেনাবাহিনীর অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এ দেশের সন্তান এমন ১২ প্রাক্তন সৈনিকের হাতে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবারে খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে এসব কম্বল দেয়া হয়। 

জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অব:) পঙ্কজ মল্লিক এ কম্বল বিতরণ করেন।

খুলনা জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের অধীনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এক জীবিত সৈনিক ও ১১ জন মৃত সৈনিকের স্ত্রী জীবিত আছেন। তাদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

আগামীতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র ও ভাতা প্রদানসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


খুলনা/নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়