ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাকালুকিতে বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাকালুকিতে বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু

মৌলভীবাজারে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে পরিযায়ী পাখি শিকারি চক্রের বিষ টোপে একটি খামারের ৫০০ হাঁস মারা গেছে।

এ ঘটনায় ৬ পাখি শিকারিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলার ইসলামপুর এলাকার হাকালুকি হাওরে শিকারি চক্র বিষমিশ্রিত পাখিখাদ্য ছিটিয়ে রাখে। পরদিন মঙ্গলবার ইসলামপুর গ্রামের দরিদ্র খামারি ইসলাম উদ্দিনের খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষ খেয়ে মারা যায়।

হাসগুলোর মালিক ইসলাম উদ্দিন বলেন, ঋণ নিয়ে তিনি হাঁসের খামার করেছিলাম। হাঁসগুলোকে প্রতিদিন সকালে হাওরে ছেড়ে দিতাম এবং বিকেলে আবার নিয়ে আসতাম। মঙ্গলবার বিকেলে হাঁসগুলো আনতে গিয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছে। তার মধ্যে মাত্র কয়েকটি হাঁস জীবিত ছিলো।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনা তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সাইফুল্লাহ হাসান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়