ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় ২৮৫ পরিবারকে খাদ‌্যসামগ্রী দিলো ওয়ালটন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ২৮৫ পরিবারকে খাদ‌্যসামগ্রী দিলো ওয়ালটন

নিয়ম মেনে ওয়ালটনের পক্ষ থেকে খাদ‌্যসামগ্রী বিতরণ করা হচ্ছে

সাতক্ষীরা সদর ও কালিগঞ্জের বিভিন্ন এলাকায় ২৮৫টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ‌্যসামগ্রী বিতরণ করেছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ও গতকাল বুধবার দিনমজুর, শ্রমিকসহ অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করে ওয়ালটনের কর্মীরা।

সাতক্ষীরার পলাশপোলের ওয়ালটন প্লাজা, খুলনা মোড় ওয়ালটন প্লাজা ও কালিগঞ্জ উপজেলার ওয়ালটন প্লাজার পক্ষ থেকে এসব খাদ‌্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ‌্যসামগ্রীর মধ‌্যে ছিল- পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, হাফ লিটার তেল, আধা কেজি লবণ, এক কেজি আলু, ও একটি সাবান।

এসব বিতরণের সময় পলাশপোল প্লাজার ব্যবস্থাপক মো. সুমন মিয়া, খুলনা মোড় প্লাজার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ও কালিগঞ্জ প্লাজার ব্যবস্থাপক মো. জাবের হুসাইনসহ অন‌্যান‌্য কর্মকর্তা-কর্মচারিরা উপিস্থিত ছিলেন।

দেশের চলমান পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ওয়ালটনের পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান ওয়ালটনের কর্মকর্তারা।


শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়