ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে ৬২৭ কয়েদিকে মুক্তির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ৬২৭ কয়েদিকে মুক্তির প্রস্তাব

সিলেট কেন্দ্রীয় কারাগারের ৬২৭ জন কয়েদিকে মুক্তি দেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সিলেটের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র জেল সুপার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের কয়েদি মুক্তির নির্দেশনা অনুসারে সিলেট কেন্দ্রীয় কারাগারের ৬২৭ কয়েদিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে এ প্রস্তাব আদালতে পাঠানো হবে। আদালতই মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

মুক্তির তালিকায় স্থান পাওয়া কয়েদিদের মধ্যে ৫৬৯ ধারায় দণ্ডপ্রাপ্ত ৬৮ জন, চলাফেরায় অক্ষম ৮ জন, এক বছরের সাজাপ্রাপ্ত ১৬ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত ৪৯ জন, লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২২ জন, ৬ মাসের সাজা বাকি থাকা ৭ জন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩৫৬ জন এবং মোট সাজার তিন ভাগ শেষ হওয়া ১০১ জন রয়েছেন।


সিলেট/নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়