ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে দরিদ্র শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে দরিদ্র শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে সামাজিক দুরত্ব মেনে হেলপিং হিউমিনিটি ইউকে’র পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলার গোপায়া ইউনিয়নের আলাপুর গ্রামের নুরুন্নেছা খাতুন বালিকা বিদ্যালয়ের দরিদ্র ৩০০ শিক্ষার্থীর মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া, ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদেরকে খাদ্যসামগ্রীর সঙ্গে নগদ অর্থও প্রদান করা হয়েছে।

একই সঙ্গে স্থানীয় দুস্থ মানুষের মাঝে আলাদা করে ২৫ প্যাকেট এবং এক মাদ্রাসার কিছু শিক্ষার্থীদেরকেও নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা পরিস্থিতির এই দুর্যোগে ত্রাণ সহায়তা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ও আনন্দিত হয়েছে।

হেলপিং হিউমিনিটির প্রধান ফখরুল ইসলাম জানান, বিতরণ করা প্যাকেটগুলোর প্রতিটিতে প্রায় ২০ কেজি করে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। এতে রয়েছে কিসমিস, চাল, তৈল, লবণ, পেয়াজ, দুধ, সেমাই, চিনি, সাবান, ছোলা, ডাল, ময়দা। ৫ সদস্যের পরিবার কম করে হলেও ১৫ দিন খেতে পারবে।

এ সময় বিদ্যালয়ে অনেক অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, করোনার কারণে কাজ কর্ম নেই। আয় রোজগার না থাকায় ঘরে খাবারের অভাবে কখনো কখনো পানি খেয়ে রোজা রাখতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এই খাদ্যসামগ্রী পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তাহির আলী হেলপিং হিউমিনিটির সকলকে ও উপকার গ্রহীতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমণ্ডলী উপন্থিত ছিলেন।

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়