Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

নরসিংদীতে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ

নরসিংদীতে সেনাবাহিনীর উদ্যোগে এতিম ছাত্রদের জন্য ঈদের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) শিবপুর উপজেলার মজলিশপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও খড়িয়া উত্তরপাড়া শাহী হাফিজিয়া ও এতিমখানায় এ সব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের লেফটেনেন্ট মেহেদী।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা, মজলিশপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।

দুটি মাদ্রাসায় ১৪ হাজার টাকাসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪০ কেজি সুগন্ধি চাল, ১০ কেজি চিনি, ৩ কেজি গুঁড়ো দুধ, ১০ কেজি সেমাই, ১০ লিটার সয়াবিন তেল।


নরসিংদী/এইচ মাহমুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়