ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জে নতুন করে গোয়েন্দা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট চার পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ জন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল জলিল নামের ওই এএসআই জেলা পুলিশের গোয়েন্দা শাখাতে (ডিবি) কর্মরত রয়েছেন।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) থেকে ৬৫ জনের নমুনা রিপোর্ট এসেছে। এ রিপোর্টে এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হলেও অন্য ৬৪ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, আক্রান্ত পুলিশ সদস্যকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া, জেলায় মোট ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়