ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে ৬৮জন আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে ৬৮জন আক্রান্ত

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় নতুন করে আরো ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৩০ জন এবং নেত্রকোনা জেলায় ৩৮ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৬৪টি নমুনা পরীক্ষায় এই ৬৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

শুক্রবার (৫জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৩০ জনের মধ্যে রয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীসহ সদরে ৯ জন, ভালুকায় ১৯ জন ও গফরগাঁও উপজেলায় ২ জন।

নেত্রকোনা জেলায় আক্রান্ত ৩৮ জনের মধ্যে রয়েছেন কেন্দুয়ায় ১৩ জন, পূর্বধলায় ৯ জন, দূর্গাপুরে ৬ জন, বারহাট্টায় ৪ জন, সদরে ৩ জন, আটপাড়ায় ২ জন ও মোহনগঞ্জ উপজেলায় ১ জন।

তিনি জানান, এ নিয়ে ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ৬৩২ জন এবং নেত্রকোনা জেলায় ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

মিলন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়