ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক হাজার ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এক হাজার ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন রাসিক মেয়র লিটন

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক হাজার ব্যক্তির মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য, নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় এক হাজার জনকে খাদ্য প্রদান করা হলো। রাজশাহীতে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্যবানদের সহযোগিতায় মানুষকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। আমরা সব সময় মানুষের পাশে আছি।’

প্রসঙ্গত, রাসিক মেয়র কর্তৃক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর রাজশাহী কলেজের ৪র্থ শ্রেণির মাস্টাররোলের ২০০ জন কর্মচারী, ১১ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ হরিজন পল্লীর ২০০ জনকে, ৩০ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীর ২০০ জনকে এবং ৬ নম্বর ওয়ার্ডের রবিদাশ পরিচ্ছন্নকর্মীদের ৪০০ জনকে এই খাদ্য প্যাকেজ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু ও সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ।

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়