ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা উপসর্গ নিয়ে খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউমোনিয়া এবং করোনার উপসর্গ নিয়ে বয়োজ্যেষ্ঠ এ রাজনীতিবীদ গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে হাসপাতালে ভর্তি হন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। এর আগে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি। এ কারণে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।


সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়