ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

ডাকাতির প্রস্তুতিকালে পাবনা সদর উপজেলায় দেশি-বিদেশি অস্ত্রসহ দুই ডাকাতদলের সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার (০৫ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুইজন হলেন— সদর উপজেলার বিলভাদুরিয়া গ্রামের ওমর আলী (২০) ও এই গ্রামের সোহাগ প্রামাণিক (২০)।

কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, বিল ভাদুরিয়া গ্রামে একদল ডাকাত অবৈধ অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দু’টি চাইনিজ কুড়াল, দু’টি তলোয়ার ও একটি ছুরি উদ্ধার করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে জানান, পলাতক ডাকাত সদস্য বিলভাদুরিয়া গ্রামের ইমরান বিশ্বাসের ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়