ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিক নির্যাতন: ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাংবাদিক নির্যাতন: ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত

চিকিৎসাধীন সাংবাদিক শরিফুল আলম

কুমিল্লায় সাংবাদিক নির্যাতনের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া। 

শাহজাহান মিয়া মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাকে গ্রেপ্তার করে রোববার (৫ জুলাই) আদালতে তোলে পুলিশ। কুমিল্লার ৮নং আমলি আদালতের হাকিম গোলাম মাহবুব ভার্চুয়াল শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি শরিফুল আলম চৌধুরীকে শনিবার দুপুরে নিজ বাড়িতে কুপিয়ে জখম করা হয়।

শরিফুলের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বাদী হয়ে সন্ধ্যায় এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান শাহজাহানের নেতৃত্বে তার লোকজন শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছেন। 

গুরুতর অবস্থায় শরিফুলকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. আব্দুল আউয়াল সোহেল জানান, শরিফুলের দুই হাত ও দুই পায়ের সাত স্থানের হাড় ভেঙে গেছে। শরীরে ধারালো অস্ত্র দিয়ে কো্পানোর বেশ কিছু ক্ষত রয়েছে।

শরিফুল এখনো বিপদমুক্ত নন বলে জানান তিনি।

 

ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়