ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে করোনায় নার্সের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে করোনায় নার্সের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাসিমা পারভিন (৪৯) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নাসিমা পারভিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।  তিন কন্যা সন্তানের জননী নাসিমা পারভীনের স্বামী একজন পুলিশ।

বাংলাদেশ নার্সেস অ‌্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘করোনা প্রাদুর্ভাবের পর থেকেই হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন নাসিমা পারভীন। গত ১ জুলাই তিনি করোনা আক্রান্ত হন। পরদিন হাসপাতালে ভর্তি হন। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’

গত ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল প্রথম মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৯ জন। আর মারা গেছেন ৭২ জন।

 

সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়