RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২২ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৮ ১৪২৭ ||  ০৭ জমাদিউস সানি ১৪৪২

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও ভূল্লী নদীর পানিতে ডুবে ইমরান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ইমরান সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বসিরপাড়া এলাকার মৃত জামবু ইসলামের ছেলে।

বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম জানান, শিশুটি বিকেলে খেলাচ্ছলে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়। পরে তাকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে পরিবাবের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলায় চলতি বর্ষা মৌসমে এই নিয়ে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে পাঁচজন কিশোর বয়সের, তিনজন শিশু ও এক যুবক। 

মঈনুদ্দীন তালুকদার হিমেল/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়