ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবার চাই নতুন জুতা

মহিউল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৫ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবার চাই নতুন জুতা

ফ্যাশনে থাকা চাই মানানসই জুতা

মহিউল ইসলাম : ঈদের পরিপূর্ণ সাজে পোশাকের সঙ্গে থাকা চাই মানানসই জুতা। ফ্যাশনের অন্যান্য পন্যের সঙ্গে জুতার চাহিদাও সমান। ঈদকে সামনে রেখে দোকানিরাও পসরা সাজিয়ে বসেছেন বাহারি ডিজাইনের জুতা নিয়ে। তাই পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে পারেন ফ্যাশনেবল জুতা বা স্যান্ডেল। ঈদে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে তারই খবর জানিয়েছেন আমাদের প্রতিবেদক।
 
রাজধানীর বৃহত্তম জুতার মার্কেট এ্যলিফ্যান্ট রোডে। এলিফ্যান্ট রোড ঘুরে দেখা যায়, জুতা ব্যবসায়ীরা দোকান সাজিয়েছে নিত্য-নতুন ডিজাইনের সব জুতা দিয়ে। জুতার বৈচিত্র্যময় আয়োজন থাকলেও বেশী বিক্রি হচ্ছে চামড়ার স্যান্ডেল। বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে পাওয়া যাচ্ছে এসব স্যান্ডেল। দামে রয়েছে ভিন্নতা। তবে বাটার চামড়ার স্যান্ডেলের দাম পড়বে ৭৯০-৪ হাজার ৯৯০টাকা। এপেক্সের ব্র্যান্ডের চামড়ার স্যান্ডেল কিনতে পারবেন ৫৯০-৮৯০ টাকায়। চামড়ার ফরমাল জুতার দাম ১৪৫০ থেকে ৬ হাজার ৩৯০ টাকা। ক্যাজুয়াল জুতার দাম ৩৫০০-৮০০০ হাজার টাকা।

ছেলেদের আরামদায়ক লোফারের দাম পড়বে ২০০০-২৫০০ টাকা। মেয়েদের আছে কালারহিল। যার দাম ১২০০-২৫০০ টাকা। থাইহিল ১০৯০-১২৯০ টাকা। মিডিয়া মহিল ৮৯০-১০০০ টাকা। এছাড়া স্যান্ডেল সু, স্লিপার, ম্যাভরিক স্নিকারসও পাওয়া যাচ্ছে। নাগ্রা, পাম্পি বিক্রি হচ্ছে, ১১০০-২২৫০ টাকা পর্যন্ত।

এদিকে পিছিয়ে নেই ফুটপাতের দোকানগুলো। ঈদের বাজারে তারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চাপ এখানে বেশী। পল্টন, গুলিস্তান, নিউমার্কেট, ফার্মগেটসহ রাজধানীর ফুটপাতের দোকান ঘুরে জানা যায় এখানকার দাম-দর। সর্বনিম্ন ১০০-১৫০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন বয়সী নারী-পুরুষের জুতা।

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৪/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়