ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া ৭টি টোনার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৪ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া ৭টি টোনার

প্রতীকী ছবি

লাইফস্টাইল ডেস্ক : যাদের ত্বক তৈলাক্ত তাদের অতিরিক্ত যত্ন নেয়া লাগে। কেননা তৈলাক্ত ত্বকে খুব সহজেই ধুলাবালি আটকে যায়। ছত্রাকের আক্রমণ হয় বেশি। ব্রণ হওয়ার প্রবণতাও অনেক বেশি থাকে। ত্বকে তৈলাক্ত ভাব কমাতে ব্র্যান্ডেড, ননব্র্যান্ডেড নানা রকমের টোনার রয়েছে।

 

তবে বাজারে প্রাপ্ত নানা টোনারগুলোতে কম বেশি কেমিক্যাল থাকবেই। এজন্য ত্বকে ঘরোয়া উপকরণ ব্যবহার করাটাই ভালো। জেনে নিন তৈলাক্ত ত্বকের জন্য কিছু ঘরোয়া উপকরণের ব্যবহার। 

 

* সাদা ভিনিগার: সমপরিমাণ পানি ও ভিনিগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে তুলো ভিজিয়ে মুখ ভালো করে মুছে নিন। এর ফলে মুখের ত্বকের অতিরিক্ত তেল এবং ময়লা বেরিয়ে যায়।

 

* পুদিনা পাতা: পানির মধ্যে বেশি করে পুদিনা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার এই পানি ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর এই পানিতে তুলো ডুবিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন।

 

* লেবুর রস + গ্রীন টি: এক কাপ পানিতে একটি গ্রীন টি ব্যাগ, ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার তুলোর সাহায্যে এই তরলটি টোনার হিসেবে ব্যবহার করুন।

 

* অ্যালোভেরা: অ্যালোভেরা ভালো টোনারের কাজ করে। অ্যালোভেরার আঠালো জুস মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে তুলে নিন। খুবই উপকারী এই টোনারটি।

 

* শশার রস:  শশার রস খুব ভালো টোনার। শশার রস যত ঠাণ্ডা হবে তত ভালো কাজ করবে। তুলোতে ভিজিয়ে মুখে ঠাণ্ডা শশার রস লাগিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে নিন।

 

* বরফ: বরফ সবচেয়ে ভালো টোনার। আইস কিউব নিয়ে সরাসরি মুখে বোলাতে থাকুন। এর ফলে ত্বকের তৈলাক্ত ভাব যায় এবং ত্বকের উন্মুক্ত ছিদ্রও ক্রমে সুক্ষ্ম হয়।

 

* টমেটো+শশা+আলু: টমেটো শশা ও আলু রস প্রথমে বের করে আলাদা আলাদা রাখুন। এবার প্রত্যেকটি রস সমপরিমাণে মেশান। এটি তুলোর সাহায্যে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

 

তথ্যসূত্র: ইন্টারনেট


 

 

রাইজিংবিডি/ঢাকা/ ১৪ নভেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়