ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবার বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকা অনুদান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৫  
প্রথমবার বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকা অনুদান 

দেশের বন্যপ্রাণীবিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য বন্যপ্রাণী গবেষণা অনুদান দেওয়া হবে। চলতি বছর এ খাতে মোট ৫০ লাখ টাকা বিতরণ করা হবে।

এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) বন বিভাগে দিনব্যাপী কর্মশালা করা হয়েছে। সারা দেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়েছে। এগুলোর মধ্যে থেকে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচিত হয়। প্রস্তাবগুলোর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন গবেষকরা।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। গবেষণা প্রস্তাবের মান, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী, প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ শিক্ষকরা কর্মশালায় অংশ নেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়