শীতে ফ্যাশনেবল পোশাক হুডি
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
মডেল: ডলার ও তানভীর, ফটোগ্রাফি: অপূর্ব খন্দকার
লাইফস্টাইল ডেস্ক : শীত পোশাকের পাশাপাশি ফ্যাশনটাও হয়ে যায় হুডির মাধ্যমে। আর তাই এখন বাজারে বেশ চাহিদা রয়েছে শীতের পোশাক হুডির।
এসব পোশাকের সঙ্গে কান ও মাথা ঢাকার হুড যুক্ত থাকে। হুড সমৃদ্ধ হওয়ায় পোশাকগুলো হুডি নামে পরিচিত। পরতে তো আরামই, সঙ্গে আরো বেশি সুবিধা হিসেবে দেখাবে ফ্যাশনেবল।
আগে শুধু জ্যাকেট ও সোয়েটারেই হুডি দেখা যেত। এখন এর পাশাপাশি বেশ কয়েক বছর ধরে টি-শার্ট ও গেঞ্জিতেও হুডির প্রচলন ঘটেছে। বিশেষ করে হালকা শীতে আরামদায়ক ফ্যাশনেবল পোশাক হিসেবে হুড সুবিধার টি-শার্ট ও গেঞ্জির হুডির তরুণদের মধ্যে অত্যাধিক জনপ্রিয়।
ঢাকায় যেহেতু শীতের দাপট বর্তমানে কম, তাই বর্তমানে হুডি শার্ট ও হুডি গেঞ্জি বেশ ভালো চলছে। ডিজাইনাররা এমব্রয়ডারি, কলারের হ্যান্ডস্টিচ, হাতের কাজ, বিভিন্ন কটন, চেইন ও বোতামের ভিন্নতা, টু-ইন-ওয়ানসহ বিভিন্ন ধরনের ডিজাইন করে ব্যবহার করছেন লাল, কমলা, কালো, নীল, মেরুন, অ্যাশসহ তারুণ্যের নানা রঙ।
দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি বঙ্গবাজার, নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটে ও অভিজাত শপিং মলগুলোতে হডির বিভিন্ন কালেকশন পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন শপিং সাইটগুলোতেও রয়েছে হুডির কালেশন। সাধারণ মানের হুডির দাম পড়বে ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা। আর ব্র্যান্ডের উন্নত কাপড় কোয়ালিটির হুডির দাম পড়বে ৮০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৬/ফিরোজ
রাইজিংবিডি.কম