ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালো ব্লেজারের সঙ্গে ফ্যাশনেবল পোশাক

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৮ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালো ব্লেজারের সঙ্গে ফ্যাশনেবল পোশাক

মডেল : ফিটন খান, পোশাক: দর্জিবাড়ি; ফটোগ্রাফি : অপূর্ব খন্দকার

মোখলেছুর রহমান : চলছে শীতের মৌসুম। এই শীতে শরীর উষ্ণ রাখার জন্য ব্লেজার সবার কাছেই খুবই আকর্ষণীয় একটি পোশাক। এছাড়াও ফ্যাশনেবল পোশাক হিসেবেও ব্লেজার এর অনেক কদর রয়েছে।

 

বিশেষ করে অফিসের ফরমাল পোশাক হিসেবে শীতে ফ্যাশন সচেতনরা ব্লেজারই বেশি পড়ে। বিভিন্ন রঙের ব্লেজার এর মধ্যে কালো ব্লেজার ফ্যাশন সচেতনদের কাছে সর্বাধিক জনপ্রিয়।

 

কালো ব্লেজারের সঙ্গে আপনার পরিধেয় অন্যান্য পোশাক যদি ম্যাচ করে তাহলে তা আপনার কালো ব্লেজারটিকে করে তুলবে আরো আকর্ষণীয়।

 

কালো ব্লেজার এর সঙ্গে মানানসই কিছু পোশাক এ লেখায় তুলে ধরা হলো।

 

* পোলো শার্ট : আপনি যদি এসি চালিত অফিসের মধ্যে একটু বেশি উষ্ণতা অনুভব করতে চান তাহলে সাধারণ শার্টের পরিবর্তে কলারবিশিষ্ট পোলো শার্টকেই বেছে নিতে পারেন। এটি আপনার মধ্যে আরো বেশি পুরুষালী ছাপ ফুটিয়ে তুলবে। গাঢ় নীল বা বাদামী রঙের পোলো শার্ট বেছে নিতে পারেন অফিসের জন্য।

 

* চেক প্রিন্টের টি-শার্ট : টি-শার্ট এর মধ্যে চেক প্রিন্ট টি-শার্টই সর্বাধিক জনপ্রিয়, যা পরিধান করে আপনি এই মৌসুমেও সবার মন কাড়তে সমর্থ হবেন। সাদা অথবা কালো রঙের চেক টি-শার্ট একরঙা টি-শার্ট পরিধান করার প্রবণতাকে ইতিমধ্যেই জয় করেছে এবং এটি সর্বকালের একটি ফ্যাশনেবল পোশাকে পরিণত হয়েছে। এর সঙ্গে একটি কালো জিন্স আপনার এই সাদা-কালো আবহকে আরো পরিপূর্ণ করে তুলবে।

 

* পশমী স্কার্ফ : বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ব্যক্তিগত ফ্যাশনকে অনুসরণ করে অনেককেই এখন কালো ব্লেজারের সঙ্গে গলায় পশমী স্কার্ফ পরতে দেখা যায়। এটি ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে। এর সঙ্গে পায়ে বুট পড়লে আপনার মধ্যে একটা রকস্টার ভাব ফুটিয়ে তুলবে।

 

* চামড়ার কালারের প্যান্ট : প্যান্ট নির্বাচনে আপনার শরীরের চামড়ার রঙের প্যান্ট বেছে নিতে পারেন।  এতে করে আপনার ফ্যাশন বাড়বে বৈ কমবে না। বর্তমান সময়ের এই বিষণ্ণ আবহাওয়ার এই সুবিধাকে গ্রহণ করে ভিন্ন ধারার এই রঙের প্যান্ট পরতে পারেন। এর সঙ্গে সাদা রঙের টি-শার্ট পড়ার মাধ্যমে প্যান্টের এই অফসেট কালারটিকে আরো ফুটিয়ে তুলা যায়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়