ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রাকচাপায় আখতার হোসেন (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শহরতলীর মঙ্গলবাড়িয়া বাজারের এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আখতার হোসেন মিরপুর উপজেলার নওপাড়া এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আখতার মোটরাসাইকেল নিয়ে কুষ্টিয়া থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মঙ্গলবাড়িয়া বাজারে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২ জানুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়