গোপালগঞ্জে ঐতিহ্যবাহী কবি গান
গোপালগঞ্জ প্রতিনিধি : মাঘের হাড় কাঁপানো শীত। মধ্যরাতে চাঁদের আলোর নিচে উৎসুক দর্শদের ভিড়। মাঠের মাঝখানে বানানো মঞ্চে দুই কবিয়ালের বাক আর তর্ক-বিতর্কের যুদ্ধ। মুগ্ধ দর্শকদের নির্ঘুম রাত আর সেই সঙ্গে ভাবনা। যেন এ ভাবনা আশপাশের চাঁদকেও ছুয়ে গেছে।
কবি গানের এ দৃশ্য এখন শুধুই কাল্পনিক। সময়ের সঙ্গে সঙ্গে এ সব দৃশ্যও যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু শিকড় সন্ধানী কিছু মানুষ এখনও এ কবি গানকে খুঁজে বেড়ায় মনের অজান্তে। হারিয়ে যাওয়া এ স্মৃতির দৃশ্যে কিছুটা হলেও পান আনন্দ। স্বল্পসময়ের জন্য হলেও খুঁজে পেতে চান সেই আনন্দ।
এ রকম কিছু মানুষের জন্য স্বরসতী পূজা উপলক্ষে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শতবর্ষী এ কবি গানের আয়োজন করে।
বৃহস্পতিবার রাতে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত কালের আবর্তে হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী কবি গান পরিবেশন করেন কবিয়াল মনিলাল সরকার ও সুরঞ্জন সরকার। তাদের যুক্তি-তর্ক ও গান শুনে মুগ্ধ হন হাজারও শ্রোতা। শুধু গোপালগঞ্জ শহর থেকেই নয় আশপাশের উপজেলা থেকে নারী-পুরুষসহ অনেকেই আসেন এ কবিগান শুনতে।ফলে মেলা যেন পরিণত হয় মিলনমেলায়।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান জানান, পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে কবিগান সম্পর্কে ধারণা দিতে এই গানের আয়োজন করা হয়ে থাকে ।
রাইজিংবিডি/গোপালগঞ্জ/৩ ফেব্রুয়ারি ২০১৭/বাদল সাহা/রিশিত
রাইজিংবিডি.কম