ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

জিএম শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের পুরাণ বাজারে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণ বাজারের মসজিদ পট্টি ট্রাক রোডে সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সিনিয়র নেতা আ. হামিদ মাস্টারসহ জেলা, থানা ও পৌর বিএনপির নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

প্যান্ডেল, মাইক টানানোসহ সব আয়োজন শেষ করার পর বিকেল সাড়ে ৪টার দিকে পুরাণ বাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক আ. রশিদ ও উপপরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে সভা না করার জন্য বলেন এবং ওই স্থানে ১৪৪ ধারা জারি রয়েছে বলে ঘোষণা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ অনুষ্ঠানস্থল ঘিরে রাখে। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান।

এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে  উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।  

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ জানান, বিএনপির সভা করার অনুমতি ছিল না। তারপর শোকের মাস হিসেবে স্থানীয় আওয়ামী লীগ এবং যুবলীগ ওইস্থানে ১৫ আগস্টের প্রস্তুতি সভা ডাকে। আইনশৃঙ্খলার স্বার্থে কাউকে সভা করতে দিচ্ছেন না তারা।



রাইজিংবিডি/চাঁদপুর/১১ আগস্ট ২০১৭/জি এম শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়