ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় বেড়িবাঁধ মেরামত হয়নি, নতুন ৩ গ্রাম প্লাবিত

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় বেড়িবাঁধ মেরামত হয়নি, নতুন ৩ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ তিন দিনেও মেরামত করা হয়নি। ফলে নতুন করে তিন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুই দিন ধরে ভাঙন হলেও পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়নি। আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সোমবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মন্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়েছে শতাধিক মৎস্য ঘের। জোয়ারে পানি ঢুকে নতুন করে পার্শ্ববর্তী শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী, মাড়িয়াড়া ও হাজরাখালী গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাঁধ মেরামতের চেষ্টা করা হলেও জোয়ার শুরু হওয়ায় তা ব্যর্থ হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন, বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে এটি আটকানো সম্ভব হবে।




রাইজিংবিডি/সাতক্ষীরা/২৩ এপ্রিল ২০১৯/শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়