ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে স্ট্যাটাসে যোগাড় হলো মসজিদের মাইক

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুকে স্ট্যাটাসে যোগাড় হলো মসজিদের মাইক

গোপালগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে স্ট্যাটাসে যোগাড় হলো গোপালগঞ্জের কোটালীপাড়ার মসজিদের মাইক সেট।

কোটালীপাড়ার ‘জ্ঞানের আলো পাঠাগার’ এর উদ্যোগে ফেসবুকে বাইতুল মামুর জামে মসজিদের এই চাহিদার কথা উল্লেখ করে স্ট্যাটাস দিলে বেশ সাড়া মেলে। বিভিন্ন ব্যক্তি ১০ হাজার ৫০০ টাকা পাঠায়। অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষ এলাকাবাসীর নিকট থেকে ১০ হাজার টাকা উত্তোলন করেন। আর এই টাকা দিয়ে মাইক সেটসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিনে মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়।

পাঠাগার কক্ষে রোববার মসজিদ কমিটির হাতে মাইক সেটসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেয় জ্ঞানের আলো পাঠাগার কর্তৃপক্ষ। এসময় ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়া শাখার মডেল কেয়ার টেকার হারুন আর রশিদ, পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল, ইউপি সদস্য শাহানুর শেখ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল জানান, প্রতিষ্ঠার ৪ বছর পেরিয়ে গেলেও মসজিদে একটি মাইক স্থাপন করতে পারেনি পশ্চিম কোটালীপাড়ার ঘাঘরকান্দা বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে আমরা মাইক কেনার সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দেই। আর এতেই সাড়া দেন মানুষ। পাঠাগার কর্তৃপক্ষ এ কাজটিতে খুবই আনন্দ পেয়েছেন বলে জানান তিনি।




রাইজিংবিডি/ গোপালগঞ্জ/৬ মে ২০১৯/বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়