ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খাদ্য সংকটে মানবেতর জীবন সিরাজদিখানের বেতশিল্পীদের

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খাদ্য সংকটে মানবেতর জীবন সিরাজদিখানের বেতশিল্পীদের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের  প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের বেতশিল্পীরা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। যানচলাচল বন্ধ থাকায় বেতের তৈরি জিনিসপত্র ডেলিভারি দিতে না পারায় খাদ্য সংকটে ভুগছেন তারা।

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য চাহিদা অনুযায়ী বেতের পণ্য তৈরি করা হলেও করোনার কারণে সেগুলো ঘরেই রেখে দিতে হচ্ছে। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। দেশে বেতের তৈরি পণ্যের একাংশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জনকারী বেতশিল্পীরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি।

উপজেলার বেতশিল্পী বুরুজেন দাস বলেন, ‘করোনাভাইরাসের কারণে পাইকারদের অর্ডারের মাল ডেলিভারি দেওয়া যাচ্ছে না। তাই আমরাও টাকা পাচ্ছি না।  আমাদের অন্য কাজও নেই। সরকারের কোনো সাহায্য-সহযোগিতাও আমরা পাইনি।  অনেক দিন আগে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানরা আমাদের ভোটার আইডি নম্বর নিয়েছেন কিন্তু এরপর আর কোনো খবর নাই।’

উপজেলার মনিপারার বেতশিল্পী যতীন কুমার দাস জানান, ‘বৈশাখ মাসকে সামনে রেখে হরেক রকম বেতের জিনিসপত্র বানিয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে এবারের বৈশাখী উৎসব না হওয়ায় আমাদের বানানো পণ্য ঘরেই রয়েছে। ইতালি, জার্মানসহ বিভিন্ন দেশে রপ্তানির অর্ডারও ছিল, তাও পাঠাতে না পেরে কর্মচারীদের বেতন দিতে পারছি না।’

সাহায্য সহযোগিতা না পেলে পরিবার নিয়ে না খেয়ে মারা যেতে হবে বলে জানান অনেক বেতশিল্পী।

 

মুন্সীগঞ্জ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়