পাটের সঙ্গে এ কেমন শত্রুতা!
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার দৌলতপুরে শত্রুতা করে এক কৃষকের ৪ বিঘা জমির পাট কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার আড়িয়া মাঠের পাট ক্ষেতে গিয়ে এ কাণ্ড দেখে হতবাক ওই কৃষক।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামের কৃষক মিলন আলী পাটের জমিতে। ক্ষতিগ্রস্থ পাট চাষি মিলন হোসেন বলেন, ‘বৃধবার বিকেলেও আমি দেখেছি পাটের গাছগুলো ভালো রয়েছে। আমি চার বিঘা জমিতে পাট চাষ করেছি। আর আজকে সকালে মাঠে এসে দেখছি পাটের পাতা, কচি ডগা পুড়ে গেছে। কেউ পাটের জমিতে ঘাস পোড়ানো বিষ দিয়েছে।’
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব বলেন, ‘আমি শুনেছি আড়িয়া এলাকার আবুল হোসেনের ছেলে পাটচাষি মিলনের চার বিঘা জমির পাট শত্রুতা করে কেউ বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা খুবই দুঃখজনক। এ ধরণের কর্মকাণ্ড যারাই করুক তাদের আইনের আওতায় আনা দরকার।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্থ ঐ কৃষক।
কাঞ্চন/বুলাকী
রাইজিংবিডি.কম