ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

পানি বেড়েছে তিস্তা ও ধরলায়

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০২, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পানি বেড়েছে তিস্তা ও ধরলায়

লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানের ঢল এবং গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাত এই পানি বাড়ার কারণ।

সরেজমিনে দেখা গেছে, এসব নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ঘর-বাড়ি, মাঠ-ঘাট তলিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৬ জুন) লালমনিরহাটের দোয়ানী তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধরলা নদীর লালমনিরহাট অংশে বিপৎসীমা অতিক্রমের কাছাকাছি ছিল। কুড়িগ্রাম অংশে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা ও ধরলার পানি প্রবাহ এখনো ওঠানামার মধ্যে রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে জানানো হয়েছে- শনিবার (২৭ জুন) ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এই নদীগুলোর পানি আরো বাড়তে পারে।

নদীতে পানিপ্রবাহের গতিধারা দেখে স্থানীয় অনেকে আশঙ্কা করছেন- এবারের পানি বৃদ্ধির অবস্থান দীর্ঘস্থায়ী হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল হক জানান, ধরলা তিস্তা ও বহ্মপুত্র'র উৎসস্থল একই স্থানে। উজানে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত থাকায় বৃদ্ধি পেয়েছে এসব নদ-নদীর পানি।

 

ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়