ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কসবায় ছায়েদুল ও আখাউড়ায় মনির চেয়ারম্যান পদে জয়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২১ মে ২০২৪   আপডেট: ২৩:৩৫, ২১ মে ২০২৪
কসবায় ছায়েদুল ও আখাউড়ায় মনির চেয়ারম্যান পদে জয়ী

মো. মনির হোসেন এবং ছাইদুর রহমান স্বপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মো. মনির হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।

কসবায় নির্বাচিত ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের ফুফাতো ভাই। তিনি কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছাইদুর রহমান স্বপন ‘কাপ-পিরিচ’ প্রতীকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূইয়া ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট। রুহুল আমীন ভূইয়া ‘মোটরসাইকেল’ প্রতীকে পেয়েছেন ৩৮২ ভোট।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মো. মনির হোসেন ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরাদ হোসেন ভূইয়া পেয়েছেন ১৪ হাজার ৫৭৩ ভোট। এই উপজেলায় ‘দোয়াত কলম’ প্রতীকে এস কে বোরহান উদ্দিন আহমেদ পেয়েছেন ১৩৮ ভোট।

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়