ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২১ মে ২০২৪   আপডেট: ১০:১৩, ২১ মে ২০২৪
১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে

ঝিনাইদহের একটি ভোট কেন্দ্র

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। 

১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। 

সোমবার (২০ মে) ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল ১৬১ উপজেলার। স্থগিত, ধাপ পরিবর্তন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় কিছু উপজেলা বাদ পড়েছে। শেষ পর্যন্ত ভোট হচ্ছে ১৫৬ উপজেলায়।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১ হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ। তাদের মধ্যে ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার পুরুষ এবং ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার নারী। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ১৬টি ও ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যানসহ মোট ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়