ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লামা শফী আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আল্লামা শফী আইসিইউতে

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শারিরীক অবস্থার অবনতি ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ৪টার দিকে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফী’র ছেলে, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

আল্লামা শফী বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। গত এক মাস আগেও তিনি চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ১০৩ বছর বয়সী আল্লামা শফীর শারিরীক অবস্থা আবারও অবনতি ঘটায় তাকে মঙ্গলবার বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে।

 

রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়