ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চুয়াডাঙ্গায় হত্যা-অস্ত্র মামলার আসামি খুন, আটক ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় হত্যা-অস্ত্র মামলার আসামি খুন, আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের হাসিবুল হত্যা ও অস্ত্র মামলার আসামি হাকিম (২৭) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন।

এ ঘটনায় পিয়ার আলী (৩০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত অনুমান সাড়ে ১০টার দিকে আইলহাস গ্রামের পদ্মবিলের মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল গাপফার।

হাকিম আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের রিফুজি পাড়ার শাহাবুদ্দিনের ছেলে।

আটক পিয়ার আলী (৩০) একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গ্রামবাসীদের বরাত দিয়ে ইনচার্জ আব্দুল গাপফার জানান, বৃহস্পতিবার রাতে হাকিম তার বাড়ির পাশে পদ্মবিলে মাছ ধরতে যায়।  রাত অনুমান সাড়ে ১০টার দিকে গ্রামবাসীরা হাকিমের বাঁচাও বাঁচাও আত্মচিৎকার শুনতে পায়। তার চিৎকারে গ্রামবাসীরা মাঠের দিকে যেতে না যেতে হাকিমের চিৎকার বন্ধ হয়ে যায়। গ্রামবাশীরা রাত ১১টার দিকে পদ্মবিলের একটি পাটক্ষেতের পানিতে হাকিমের লাশ দেখতে পায়। পরে গ্রামবাসীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাকিমের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হাকিম ২০১৮ সালে আইলহাসের মুদি দোকানদার কুদ্দুসের ছেলে হাসিবুল হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। গত কয়েক মাস আগে জেল থেকে জামিনে বের হয়ে গ্রামে একাই বসবাস করছিলেন।

 

মামুন/বুলাকী

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়