ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সখীপুরে নৌকাঘাটে চাঁদাবাজি, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সখীপুরে নৌকাঘাটে চাঁদাবাজি, প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল নৌকা ঘাটে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুর চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বহেড়াতৈল ইউনিয়নের পরিষদের সামনের ঘাটপারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন। এতে নৌকা মালিক রাসেল আহমেদ, স্থানীয় ঈদগাহ মাঠ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হাই, ব্যবসায়ী চাঁন মাহমুদ, সবুজ মিয়া প্রমুখ বক্তব্য দেন।

এসময় বক্তারা নৌকা প্রতি চাঁদা তোলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চারদিকে বন্যার পানি। নৌকা ছাড়া যাতায়াতের কোনো সুযোগ নেই। সেই সুযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবু এই ঘাটে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি শুরু করছেন। ঘাটে ছোট-বড় প্রায় ৪০টি নৌকা রয়েছে। নবুর অনুসারীরা প্রতিদিন নৌকা প্রতি দুই থেকে তিনশ’ টাকা করে চাঁদা আদায় করে। 

তাদের কথা মতো চাঁদা না দিলে ঘাটে নৌকা চলাচল করতে দেওয়া হয় না। এছাড়া ঘাটে প্রথম নৌকা নামানোর সময় কোনো প্রকার রশিদ ছাড়াই এক হাজার টাকা করে ভর্তি ফি দিতে হয়। ফি না দিলে নৌকা নামাতে দেওয়া হয় না।

অভিযোগের বিষয়ে নজরুর ইসলাম নবুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়