ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমপি রিমনের বিরুদ্ধে নারী নেত্রীকে গালি দেওয়ার অভিযোগ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এমপি রিমনের বিরুদ্ধে নারী নেত্রীকে গালি দেওয়ার অভিযোগ

হোসনেয়ারা রানী

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে এক নারী নেত্রীকে গালি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বরগুনা প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক হোসনেয়ারা রানী সংবাদ সম্মেলন করে এই অভিযোগ আনেন।

রানী বলেন, ‘‘ঈদুল আজহার রাতে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলকে মোবাইল ফোনে গালিগালাজ ও মারধরের হুমকি দেন এমপি রিমন। একপর্যায়ে তিনি আমাকেও গালিগালাজ করেন।’’

তিনি বলেন, ‘‘কাঁঠালতলী ইউনিয়নের নলী বাজারে ইব্রাহিম একটি ঘর তুলতে গেলে এমপির লোকজন তাকে বাধা দেয়। বিষয়টি নিয়ে আমি ইব্রাহিমের সঙ্গে আলোচনা করি। তিনি আমাকে বিষয়টি সমাধানের জন্য বলেন। পরে ইব্রাহিমকে ঘর তুলতে বলি। ঘর তোলার পরই চড়াও হন এমপি রিমন।’’

রানী বলেন, ‘‘একজন সংসদ সদস্য কীভাবে এমন হুমকি দেন এবং গালি দেন সেটা আমার বোধগম্য নয়।’’

নারী নেত্রী হোসনেয়ারা রানী জানান, বিষয়টি তিনি জেলা আওয়ামী লীগের নেতাদের ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন। তিনি এ ঘটনায় রিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন যুবলীগ নেতা ইব্রাহিম খলিলকে গালি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে রানীকে গালি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘‘সরকারি জমিতে ঘর নির্মাণ করতে গেলে আমি সংসদ সদস্য হিসেবে বাধা দিয়েছি।’’

 

রুদ্র/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়