ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণ সুনামগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত  

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২০  
দক্ষিণ সুনামগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে জেলে নিহত  

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মিন্টু মিয়া (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এসময় আরোও তিনজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমারপুর এলাকার দেখার হাওরে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিন্টু মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের রইব্বা মিয়ার ছেলে। 

আহতরা হলেন— ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের মহিব উল্লাহ (২০), এনামুল হক (২২), আব্দু আজিজ (২১)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজি মুক্তাদির হোসেন জানান, প্রতিদিনের মতো আজ ভোরে দেখার হাওরে মাছ ধরতে যান একদল জেলে। হঠাৎ আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ায় নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে হাওরে বজ্রপাত হয়। এসময় নিহত হন মিন্টু মিয়া। এছাড়া মহিব উল্লাহ, এনামুল হক ও আব্দু আজিজ নামের তিন জেলে আহত হন।

তাৎক্ষণিক হাওরে মাছ ধরতে থাকা অন‌্য জেলেরা তাদেরকে উদ্ধার করে কৈতক ২০ শয্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে গুরুতর আহত আবদুল আজিজকে ছাতক থানাধীন কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন‌্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আল আমিন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়