ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা সফির ছেলেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২০
হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা সফির ছেলেকে অব্যাহতি

ছাত্রদের বিক্ষোভের মুখে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে প্রতিষ্ঠান থেকে অব্যাহিত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুরা সদস্য মাওলানা নোমান ফয়জী। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে মাইকিং করেও তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। এর আগে জোহরের পর থেকে শত শত ছাত্র মাদ্রাসা মাঠে সমবেত হয়ে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিল। আনাস মাদানী ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন।  

আন্দোলনরত ছাত্রদের একজন আলিউল নবী জানিয়েছেন, তীব্র বিক্ষোভের মুখে আনাস মাদানীকে মাদ্রাসার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়েছেন। এরপর ছাত্ররা বিক্ষোভ থামিয়ে হোস্টেলে ফিরে যায়।

বেশ কিছু দিন ধরে আল্লামা শফীর অসুস্থতার সুযোগে তার ছেলে আনাস মাদানী মাদ্রাসায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে অনেক শিক্ষক, শিক্ষার্থীকে হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। 

এছাড়া, আনাস মাদানীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে ক্ষোভ দানা বাধছিল সাধারণ ছাত্রদের মধ্যে। এই অবস্থায় বুধবার বাদ জোহর থেকে বিক্ষোভ শুরু করে ছাত্ররা।

রেজাউল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়