ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দখলদাররা নিজ উদ্যোগেই সরিয়ে নিলেন অবৈধ স্থাপনা

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২০
দখলদাররা নিজ উদ্যোগেই সরিয়ে নিলেন অবৈধ স্থাপনা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কলাজুরায় দখলদাররা নিজ উদ্যোগেই সরিয়ে নিলেন অবৈধ স্থাপনা।

প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে সরকারি এ ভূমি দখল করে অবৈধভাবে মার্কেট ও দোকান ঘর তৈরি করে ব্যবসা করে আসছিলেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, প্রভাবশালী মহল কলাজুরা বাজার মসজিদ ও রাস্তা সংলগ্ন সরকারি কবরস্থানের কোটি টাকার ভূমি দখল করে বাণিজ্যিক স্থাপনা তৈরি করে কেউ নিজে ব্যবসা করছিলেন।  আবার কেউ ভাড়া দিয়েছিলেন।  এতে শত বছরের পুরনো কবর নিশ্চিহ্ন হয়ে যায়।  অন্যদিকে কলাজুরা-জামকান্দি এলজিইডি রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটতো দুর্ঘটনা। 

পরে এলাকাবাসী এসব কথা জানিয়ে ইউএনওর নিকট আবেদন করেন।  সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা ৮ সেপ্টেম্বর ১৪ জন দখলদারকে ৭ দিনের মধ্যে নিজ খরচে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।  নির্দেশ পেয়ে দখলদারেরা বেঁধে দেওয়া সময়ের শেষ দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা অপসারণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, বেঁধে দেওয়া সময়ের শেষ দিন দখলদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে। 

সাইফুল্লাহ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়