ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘শতগানে বঙ্গবন্ধু’ সংকলন থেকে সাজেদ ফাতেমীর গান বাদ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২২ সেপ্টেম্বর ২০২০  
‘শতগানে বঙ্গবন্ধু’ সংকলন থেকে সাজেদ ফাতেমীর গান বাদ

লালমনিরহাটে প্রগতিশীল সংগঠনগুলোর আন্দোলনের মুখে ‘শতগানে বঙ্গবন্ধু’ সংকলন থেকে নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমীর গান বাতিল করেছে শিল্পকলা একাডেমি। 

এ বিষয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হযেছে। প্রজ্ঞাপনের অনুলিপি লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মেছবাহ উদ্দিন আহমেদ, জেলা কালচারাল অফিসারের কাছে পাঠিয়েছে শিল্পকলা একাডেমি।  

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চিঠিটি ই-মেইলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আসে। এছাড়াও মহাপরিচালক লিয়াকত আলী লাকি টেলিফোনে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। 

শিল্পকলা একাডেমি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শতগানে বঙ্গবন্ধু’ নামে একটি সংকলন বের হয়। এতে সাজেদ ফাতেমীর ‘মহামানব’ এবং ‘তুমিই পিতা’ নামে দুটি গান স্থান পায়। মুক্তিযুদ্ধে লালমনিরহাটে সাজেদ ফাতেমীর পরিবারের বিতর্কিত ভূমিকার কারণে এ নিয়ে আন্দোলনে নামে জেলার প্রগতিশীল সংগঠন এবং ব্যক্তিরা।

ফারুক/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়