ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

না.গঞ্জের সাংস্কৃতিকর্মী ও আলোকচিত্রী মোশারফ সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৬:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২০
না.গঞ্জের সাংস্কৃতিকর্মী ও আলোকচিত্রী মোশারফ সড়ক দুর্ঘটনায় নিহত

নারায়ণগঞ্জের সাংস্কৃতিককর্মী, শর্টফিল্ম নির্মাতা ও আলোকচিত্রী মোশারফ রোজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় সাবদী এলাকায় থেকে শ্যুটিংয়ের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি ফখরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাটি আটক করেছে। তবে চালক পালিয়ে যায়। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন ‘এই বাংলায়’ সংগঠনসহ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন আলোকচিত্রী ও চলচ্চিত্র নির্মাতা। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মোশারফ রোজকে একনজর দেখতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহামুদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা নারানারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভীড় করেন।

রাকিব/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়