ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রেনের ধাক্কায় বাসের যাত্রী নিহত: তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২০, ১১ অক্টোবর ২০২০
ট্রেনের ধাক্কায় বাসের যাত্রী নিহত: তদন্ত কমিটি গঠন

ফেনীর ফতেপুর রেল ক্রসিং-এ বাস ও ট্রেনের সংঘর্ষে তিন যাত্রী নিহত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশগুপ্ত তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিটিও জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমানকে অন্তর্ভূক্ত করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা এর মধ্যে ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে সকাল ৬টার দিকে ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন ২০ জন।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়