ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:৩৫, ২৮ অক্টোবর ২০২০
ময়মনসিংহে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ময়মনসিংহে শিশু ধর্ষণের দায়ে মোতালেব হোসেন (৫১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক এসএম এরশাদুল আলম রায় দেন।

দন্ডপ্রাপ্ত মোতালেব হোসেন সদর উপজেলার দক্ষিণ পাড়াইল গ্রামের মৃত শের আলী মুন্সির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু আদালদতের বেঞ্চ সহকারী আবু সাইদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর বেলায় নেকবর আলী তার ৮ বছর বয়সী ছোট মেয়েকে একা ঘরে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পুকুরে গোসল করতে যান।

এই সুযোগে প্রতিবেশী চাচা মোতালেব হোসেন শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরদিন   কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।

ঘটনার দীর্ঘ সাড়ে সাত বছর পর মামলার একমাত্র আসামি মোতালেব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মিলন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়