ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫২, ৩১ অক্টোবর ২০২০
মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত চিকিৎসাধীন থাকা পারভীন (১৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।

পারভীন মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল আলীর মেয়ে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পারভীনের চাচা মোক্তার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (শনিবার) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পারভীনের মৃত্যু হয়। 

এর আগে গত (২৫ অক্টোবর) রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সেপাহি নেছা (৬২) নামে আরেক নারীর মৃত্যু হয়।

এখনো গুরুতর আহত ৬ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, গত (২৪ অক্টোবর) শনিবার দুপুরে রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণে কাটখাল গ্রামের আবদুস সালামের স্ত্রী সেপাহি নেছা, ২ ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, ২ নাতি উম্মে হাবিবা ও পারভিনসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়। জরুরী অবস্থায় আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়। পরে অগ্নিদগ্ধ ৮জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। একজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রুমন চক্রবর্তী/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়