ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

থানচি বড়মদক বাজারে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ১২:১৬, ৫ নভেম্বর ২০২০
থানচি বড়মদক বাজারে আগুন, ২০ দোকান পুড়ে ছাই

বান্দরবান থানচি উপজেলায় বড়মদক ইউনিয়নের প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে এ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বড়মদক বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহূর্তেই অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। এসময় ২০টি দোকান ও কয়েকটি ঘর পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সাঙ্গু নদীর পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।  এতে অন্তত ১০টি দোকান রক্ষা পায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল বলেন, ঘটনার পর থানচি সদর থেকে নৌকায় করে দুর্গম বড়মদক বাজারে একটি টিম পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

বাসু/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়