ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৫০ বক উদ্ধার করে অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:২৩, ১২ নভেম্বর ২০২০
৫০ বক উদ্ধার করে অবমুক্ত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সীমান্তবর্তী হাওরে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে পাখি শিকারীদের কবল থেকে ৫০টির বেশি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে অপরাধীরা পালিয়া যাওয়ায় কোনো জরিমানা করা সম্ভব হয়নি।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে বকপাখিগুলো উদ্ধার করা হয়।

বানিয়াচং প্রান্তে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।  

আজমিরীগঞ্জ প্রান্তে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান।

পরে উদ্ধার হওয়ায় ৫০টির অধিক বকপাখি হাওরে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়