ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রামবাসীর কবল থেকে উদ্ধার হলো চশমাপরা বানর

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৯ নভেম্বর ২০২০  
গ্রামবাসীর কবল থেকে উদ্ধার হলো চশমাপরা বানর

মৌলভীবারের কমলগঞ্জের ভাষানীগাঁও গ্রাম থেকে চশমাপরা বানরকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কমলগঞ্জের লাউয়াছড়া বন রেঞ্জের কর্মকর্তারা বানরটি উদ্ধার করে নিয়ে গেছেন।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বিষয়টি জানিয়েছেন। 

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী জানান,  উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামের সিরাজ মিয়া গত শুক্রবার বিকেলে চশমাপরা বানরটিকে তার বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় বানরটিকে আটক করে তিনি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে শনিবার বিকেলে বানরটিকে উদ্ধার করা হয়েছে। এখন বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

সাইফুল্লাহ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়