ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদারীপুরের ডাসারে চুরির অভিযোগে স্কুলছাত্রকে নির্যাতন 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৫, ৬ ডিসেম্বর ২০২০  
মাদারীপুরের ডাসারে চুরির অভিযোগে স্কুলছাত্রকে নির্যাতন 

মাদারীপুরের ডাসারে চুরির অভিযোগে আসিক চৌকিদার (১৪) নামে এক স্কুলছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে রেজাউল করিম ভাষাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার স্কুলছাত্র খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এদিকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন সচেতন মহল।

নির্যাতিত স্কুলছাত্রের পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, ডাসার এলাকার কোমলাপুর বাজারের কালাই শিকদারের হার্ডওয়ারের দোকানে চুরি সংগঠিত হয়। এ চুরির ঘটনার অভিযোগ এনে একেই এলাকার পূর্বকমলাপুর গ্রামের হিমজাল চোকিদার স্কুল পড়ুয়া ছেলে আসিক চৌকিদারকে বৃহস্পতিবার দিবাগত রাতে বাজার থেকে তুলে নিয়ে রেজাউল করিম ভাষাইয়ের নেতৃত্বে তার নিজ ঘরে বসে বোনজামাই আবু হাওলাদার, স্ত্রী পারভিন ও এমদাত সরদারসহ ৫/৬ জন মিলে লাঠিয়ে দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ভর্তিতে বাধা প্রদান করে ভাষাই ও তার লোকজন। পরে নির্যাতিত স্কুলছাত্রের স্বজনদের সহযোগিতায় অবশেষে ভর্তি করা হয়।

মানবাধিকার কর্মী মিঠুসহ বেশ কয়েকজন বলেন, একজন স্কুলছাত্রকে চুরির অভিযোগে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি। দেশে আইন আছে তারা ব্যবস্থা নিতে পারতো। আইন নিজের হাতে ভাষাইয়ের এভাবে তুলে নেয়া ঠিক হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

স্কুলছাত্রের বাবা হিমজাল চৌকিদার বলেন, আমার ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে ভাষাই ও তার লোকজন নির্যাতন করেছে। অভিযুক্ত রেজাউল করিম ভাষাই বলেন, চোর মারলে কি হয়? তাই মারা হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহম্মদ আবদুল ওহাব বলেন, বিষয়টি শুনেছি। যদি পরিবার অভিযোগ করেন তাহলে ব্যবস্থা নেয়া হবে।

বেলাল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়